অনুব্রত মন্ডলের সভা থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তৃণমূল কর্মীর মৃত‍্যু

19th March 2021 11:58 am বাঁকুড়া
অনুব্রত মন্ডলের সভা থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তৃণমূল কর্মীর মৃত‍্যু


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বাঁকুড়ার পাত্রসায়েরের কুশদ্বীপে অনুব্রতর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কর্মীর। চলন্ত বাসে থেকে পড়ে এই দুর্ঘটনা। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

 বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের কুসদ্বীপ এলাকায় ইন্দাস বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রুণু মেটের একটি জনসভায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন। সেই জনসভাতে ইন্দাস ব্লকের আউশনারা গ্রাম থেকে আজফার হোসেন শেখ নামে এক তৃণমূল কর্মী এসেছিলেন। জনসভায় যোগদান করলেও  আর বাড়ি ফেরা হলো না আজফার হোসেন শেখের। জানা যায়, বাসের ভিতর গেটের সামনে দাড়িয়ে ছিলেন তিনি। গেটের লক লাগানো না থাকায় চলন্ত বাস থেকে হঠাৎই তিনি বাইরে ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। আহত অবস্থায় তার সহযাত্রীরদের সহযোগিতায় তাকে প্রথমে পাত্রসায়ের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে  সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।